জামাকাপড়ের মতোই এবার মানুষ ধোয়ার জন্যও ওয়াশিং মেশিন তৈরি করে ফেলল জাপানের একটি সংস্থা৷ জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো-তে প্রথম বার এই মানুষ ধোয়ার মেশিনটি সামনে আনা হয়৷ এবার সেই যন্ত্রই জাপানের বাজারেও চলে এসেছে৷
জাপানি সংস্থা সায়েন্স এই মানুষ ধোয়ার ওয়াশিং মেশিনটি তৈরি করেছে৷ মেশিনের ভিতরে থাকা ক্যাপসুলে ঢুকে উপরে ঢাকনা আটকে দিলেই শুরু হবে মানুষের ধোলাই৷ তবে জামা কাপড়ের মতো ঘুরিয়ে ফিরিয়ে কাচাকাচি হবে না৷ তার বদলে ধোয়ার মতো বিন্দু বিন্দু জলকণা দিয়ে গোটা শরীরের সঙ্গে মানুষের অন্তরাত্মাকেও এই যন্ত্র পরিষ্কার এবং সতেজ করে দেবে বলে দাবি করেছেন সংস্থার মুখপাত্র৷
১৯৭০-এর দশকে প্রথমবার এই ওয়ার্ল্ড এক্সপো-তেই এই ধরনের এই যন্ত্র প্রদর্শন করা হয়েছিল৷ তা দেখেই ভবিষ্যতে মানুষ ধোয়ার এমন অত্যাধুনিক যন্ত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন সায়েন্স সংস্থার বর্তমান প্রেসিডেন্ট৷ সেই সময় তিনি একজন কিশোর ছিলেন৷
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, মানুষের শরীর ধোয়ার সময় এই যন্ত্রের ভিতরে মৃদু স্বরে বাজনাও বাজবে৷ ফলে শরীরে সঙ্গে মনও সতেজ, শান্ত হবে৷
গোটা প্রক্রিয়ার সময় হৃদস্পন্দন সহ শরীরের বিভিন্ন মানদণ্ডগুলি স্বাভাবিক আছে কি না, তার উপরেও নজর রাখবে এই যন্ত্রে থাকা সেন্সর৷
শরীর ধোয়ার সময় যন্ত্রের ভিতরে হাল্কা বাজনা বাজবে, সঙ্গে মনকে শান্ত করে এমন ছবিও দেখতে পাবেন ব্যবহারকারী৷ ধোয়াধুয়ির পর জামাকাপড়ের মতোই শরীরকেও শুকিয়ে দেবে এই যন্ত্র৷ থাকবে না স্নানের পর গা মোছামুছির ঝামেলাও৷
জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি যন্ত্র তৈরি করবে জাপানের এই সংস্থা৷ দাম পড়বে ৩ লক্ষ ৮৫ হাজার ডলারের মতো৷ ইতিমধ্যেই ওসাকার একটি হোটেল অতিথিদের জন্য এই যন্ত্র কিনেছে৷ আগ্রহ দেখিয়েছে আমেরিকার একটি রিসর্ট সংস্থাও ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



