বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহীকে এবার দেখা যাবে একটি গানের মিউজিক ভিডিওতে। কণ্ঠশিল্পী ধ্রুব গুহের ‘দাগা’- শিরোনামের একটি গানে মডেল হয়েছেন এই গ্ল্যামারকন্যা। প্রিন্স রুবেলের কথা ও সুরে এই গানের সংগীতায়োজন করেছেন তরিক।
রায়হান রাফির পরিচালনায় মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি প্রকাশ হবে জানান কণ্ঠশিল্পী। বেশ অন্য রকমভাবে এতে মাহীকে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। গেল বছর থেকে মাহী নিজেকে ভাঙছেন। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব দুনিয়াতেও কাজ করেছেন এই অভিনেত্রী।