স্পোর্টস ডেস্ক : একজন রণবীর কাপুর আরেকজন রণবীর সিং—দুই রণবীরই বলিউডের নতুন যুগের কাণ্ডারি। এবার একই ছবিতে দুজনকে দেখা যাবে—এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ‘অ্যানিমেল’ দিয়ে রণবীর কাপুর এখন বক্স অফিস কাঁপাচ্ছেন। আগের বছর মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র—পার্ট ১’।
Advertisement
ওই ছবির সিক্যুয়ালেই দেখা মিলবে দুই রণবীরের। পার্ট ১-এ ছবির নায়ক শিবার বাবা দেবকে দেখানো হয়নি। জানা গেছে, অয়ন মুখার্জির ছবিটির দ্বিতীয় কিস্তিতে দেবের চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল এই খবর।হৃতিক রোশানের নামও শোনা গিয়েছিল বারকয়েক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে, ছবিতে রণবীরের বাবা হতে সম্মতি জানিয়েছেন রণবীর সিং। এরই মধ্যে নাকি চুক্তিবদ্ধও হয়েছেন ‘৮৩’ অভিনেতা।
‘ব্রহ্মাস্ত্র—পার্ট ২’-এর পাণ্ডুলিপি ঘষামাজাও করতে হচ্ছে নতুন করে।
পরিচালক অয়ন এখন ‘ওয়ার ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত। রণবীর সিংও ‘বাইজু বাওরা’র শুটিংয়ে, এরপরই করবেন ‘ডন ৩’। ‘ব্রহ্মাস্ত্র—পার্ট ২’-এর শুটিং হবে ২০২৫ সালের শুরুর দিকে।‘ব্রহ্মাস্ত্র—পার্ট ২’তে আরেকটা মজার বিষয়ও আছে। ছবিতে প্রথমবার একসঙ্গে বাস্তবের দুটো কাপলকে দেখা যাবে।রণবীর কাপুর ও আলিয়া ভাট তো আছেনই, অন্যদিকে রণবীর সিংয়ের সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন। ‘ব্রহ্মাস্ত্র—পার্ট ১’-এ রণবীর কাপুরের মা অমৃতার চরিত্রে দীপিকাকে দেখা গিয়েছিল।