এবার রণবীর কাপুরের সঙ্গে জুটি বাধবেন রাশমিকা

বিনোদন ডেস্ক : ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ বলতে এই মুহূর্তে একজনকেই বোঝায়। তিনি হলেন রাশমিকা মন্দানা। এ ব্যাপারে গুগলেরও একই অভিমত। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে এই অভিনেত্রীর নামই ভেসে আসে। দক্ষিণি ছবির দুনিয়ায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন রাশমিকা। এবার বলিউডে প্রতিষ্ঠা পেতে মরিয়া তিনি। তবে জনপ্রিয়তার দিক থেকে আলিয়া, দীপিকা, কঙ্গনাকে জোর টক্কর দিচ্ছেন রাশমিকা। খুব শিগগির বলিউডে তাঁর অভিষেক হতে যাচ্ছে। এবার গুঞ্জন, রণবীর কাপুরের সঙ্গে একটি ছবিতে তাঁকে দেখা যাবে।

বলিউডে গুঞ্জন, রণবীর অভিনীত ছবি ‘অ্যানিমেল’-এ ঢুকতে যাচ্ছেন রাশমিকা। যদিও এই ছবির নায়িকা হিসেবে দেখা যাবে পরিণীতি চোপড়াকেও। ‘অ্যানিমেল’ ছবিটি পরিচালনা করবেন তেলেগু ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে তিনি ‘অর্জুন রেড্ডি’ আর ‘কবির সিং’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। তাই ছবিটি ঘিরে শুরু থেকেই উন্মাদনা প্রবল।

রণবীরের সঙ্গে রাশমিকার অভিনয়ের কথা শুনে আনন্দিত ভক্তরা। জানা গেছে, ‘অ্যানিমেল’ ছবির নির্মাতা একটি নাচের জন্য এই দক্ষিণি তারকার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। কিন্তু রাশমিকার দিক থেকে সবুজ সংকেত এসেছে কি না, তা জানা যায়নি।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরে রাশমিকার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘সামি সামি’ গানের সঙ্গে রাশমিকার নাচ দর্শকের মন জয় করেছে। তাই ‘অ্যানিমেল’ ছবির নির্মাতারা তাঁকে এই ছবির একটি নাচে নিতে বেশ আগ্রহী।

বিমান থেকে ঝাঁপ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন

রাশমিকার সঙ্গে তাঁর ভক্তদের দারুণ যোগাযোগ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে ভক্তদের উদ্দেশে একটি খোলাচিঠি লিখেছিলেন তিনি। এই পোস্টে রাশমিকা লিখেছিলেন, ‘আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কারণেই আজ আমি এই জায়গায়। আপনারাই আমার খুশি থাকার কারণ। আপনাদের মধ্যে কেউ যদি এখন কঠিন সময় এবং অসহ্য যন্ত্রণার মধ্যে থাকেন, তাঁর মনের অবস্থা আমি অনুভব করতে পারি। তাই আমি আপনাদের জন্য ভালোবাসা আর শক্তি পাঠালাম, যাতে এই কঠিন সময় আপনারা অতিক্রম করতে পারেন। ধীরে ধীরে সময় ফিরবে। একদিন ভালো সময় আসবেই। আর নিজের মধ্যে বিশ্বাস রাখুন। আপনাদের সবাইকে ভালোবাসি।’

রাশমিকা বলিউডে অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত। শান্তনু বাগচির ‘মিশন মজনু’ ছবিতে তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে আসতে যাচ্ছেন তিনি।

থ্রি ইডিয়টস এর সেই চতুর রামালিঙ্গমকের কথা মনে আছে? এখন তাঁর চেহারা কেমন দেখুন