বিনোদন ডেস্ক : দশ বছর আগে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। কিন্তু কিছুদিন পরেই দলত্যাগ করেন তিনি। এর এক দশক পর আবার রাজনীতিতে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত। এবার মহারাষ্ট্রের বিজেপি শরিক দল রাষ্ট্রীয় সমাজ পক্ষে যোগ দিচ্ছেন তিনি।
২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সমাজ পক্ষে যোগদান করবেন সঞ্জয় দত্ত। দলের প্রধান মহাদেব ঝঙ্কার এই কথা জানিয়েছেন। মহাদেব ঝঙ্কার মহারাষ্ট্র বিধানসভায় এই দলের একমাত্র মন্ত্রী। ‘ধঙ্কার’ অর্থাৎ মেষপালক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এই দলটি।
এর আগে শোনা গিয়েছিলো লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন সঞ্জয় দত্ত। কিন্তু সেই সময়ে তিনি বিষয়টিকে গুজব বলে উডিয়ে দিয়েছিলেন।
সঞ্জয়ের বাবা সুনীল দত্ত মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে পাঁচবার প্রতিনিধিত্ব করেছেন। ইউপিএ-১ সরকারে ক্রীড়া মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। সঞ্জয়ের বোন প্রিয়া দত্তও কংগ্রেসের প্রাক্তন সাংসদ। এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।