বিনোদন ডেস্ক: উনবিংশ শতকের শেষদিকে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো সায়েন্স ফিকশন সিনেমা ছিল রোবোকপ ফ্র্যাঞ্চাইজি। ১৯৮৭ সালের ‘রোবোকপ’ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
পরবর্তিতে ২০১৪ সালে ‘রোবোকপ’র রিমেকে মূল চরিত্রে জোয়েল কিনাম্যানকে রোবোকপের প্রথম পর্বের পোশাকের তুলনায় মসৃণ পোশাক পরতে দেখা যায়।
সম্প্রতি ‘রোবোকপ’ সিনেমার সিকুয়েল ‘রোবোকপ রিটার্ন্স’ তৈরির ঘোষণা দেয়া হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নীল ব্লমক্যাম্প।
তবে এবার রোবোকপের পোশাক বদলানো হবেনা বলে জানিয়েছেন পরিচালক ব্লমক্যাম্পের।
রবিবার (৩০ জুন) টুইটারে নেইল ব্লুমক্যাম্পকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে নতুন রোবোকপের পোশাক কি আগের মতো হবে কিনা। জবাবে তিনি বলেন, ‘এক মিলিয়ন পার সেন্ট ওরিজিনাল।’
নেইল ব্লুমক্যাম্প জানান, ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। আগের সিনেমাটির মতো করেই নতুনটি তৈরি করা হবে। শুধু ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি।
উল্লেক্ষ যে, ১৯৮৭ সালের ‘রোবোকপ’ সিনেমায় অ্যালেক্স মারফি অর্থাৎ রোবোকপের চরিত্রে অভিনয় করেছিলেন পিটার ওয়েলার। ক্লাসিক সেই সাইন্স ফিকশন ছবিটি পরিচালনা করেছিলেন পল ভারহোএভেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।