Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এবার পঙ্গপালের উপদ্রব দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দেশটির অন্তত ৪টি জেলায় ক্ষতিকর কীটপতঙ্গের কারণে ক্ষতির মুখে ফসল।
হলুদ দাগযুক্ত এক ধরণের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এগুলোর সাথে ভারতের পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কলা, নারকেল ও রাবার বাগান।
পঙ্গপাল ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। রাসায়নিক ও আগুনের মাধ্যমে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।