জুমবাংলা ডেস্ক: ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের বাড়তি দামে ভোক্তাদের অসন্তোষের রেশ কাটতে না কাটতেই, এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০, এক লিটারের বোতল ২০৫ এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করতে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
রবিবার (৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তবে প্রস্তাবিত দামের কতটুকু গ্রহণ করা হবে, তা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষা করার পরই চূড়ান্ত হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ৩৪ ঘণ্টা পর, নতুন করে কেন সয়াবিনের দাম বাড়ানোর উদ্যোগ? কেনই বা ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিলেন? এসব বিষয়ে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম বললেন, টাকার বিপরীতে ডলারের মূল্য ৩৫ শতাংশ বাড়ায় আমদানি খরচ ৩৫ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে দেশের বাজারে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। তাই সরবরাহ ঠিক রাখতে দাম সমন্বয় জরুরি।
নতুন করে দাম বাড়লে চলতি বছর এনিয়ে সয়াবিনের দাম ৪ দফায় বাড়বে। এরআগে ফেব্রুয়ারি, মে, জুনের প্রথম দিকে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। ৩ আগস্ট লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়াতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রস্তাব দেন মিল মালিকরা।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১৮ লাখ টন তেলই আমদানি করতে হয়।
স্ত্রীর গহনা বিক্রি করে পেঁপে চাষে বাবুগঞ্জের আবু বকর সুমসের বাজিমাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।