আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলায় তিন কর্মী আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
শুরুতে অস্বীকার করলেও হামলায় কমপক্ষে তিন ব্যক্তি আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বিবিসি জানায়, কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো রকেট হামলায় বাগদাদে কোনো মার্কিন দূতাবাস কর্মী আহত হলেন।
মার্কিন জয়েন্ট অপারেশন কমান্ড এক বিবৃতিতে তারা জানিয়েছিল, পাঁচটি রকেট ইরাকি রাজধানীতে দূতাবাসের নিকটবর্তী নদীতীরে আঘাত হেনেছে। কেউ হতাহত হয়নি।
তবে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, তিনটি রকেট ‘সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে’। ডিনারের সময় একটি রকেট ক্যাফেটেরিয়ায় গিয়ে পড়ে।
আলজাজিরা জানায়, চলতি মাসে এনিয়ে তৃতীয়বারের মতো মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই প্রথম দূতাবাস কমপ্লেক্স সরাসরি আক্রান্ত হয়েছে।
তাৎক্ষণিক কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য মার্কিন ড্রোন হামলায় বাগদাদে ইরানি কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি নিহতের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরাকের শিয়া মিলিশিয়ারা।
এদিকে তাৎক্ষণিক দেওয়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি দূতাবাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ‘আগ্রাসন’ যা ‘ইরাককে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে’।
অন্যদিকে এক বিবৃতিতে দূতাবাসের নিরাপত্তা দিতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘কূটনৈতিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতা পূরণে আমরা ইরাকি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।