
বিনোদন ডেস্ক : ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বেশ কিছুদিন ধরেই নানারকম চেহারায় হাজির হতে দেখা গেছে তাকে। কখনও হতদরিদ্র, কখনও স্থূলকায় বা বড় দাঁতের মেকাআপে পর্দায় এসেছেন। এবার তাকে দেখা যাবে আরও একটি ভিন্ন চরিত্রে। এবার একজন টিভি রিপোর্টার হিসেবে টেলিছবিতে অভিনয় করছেন তিনি।
টেলিছবির নাম ‘গেম ওভার’। স্বরূপ চন্দ্র দের লেখা গল্পে এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেইম ওভার’ গল্পে দেখা যাবে, এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই ভয়ঙ্কর খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ঙ্কর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটনার মোড় নেয় অন্যদিকে।
থ্রিলারধর্মী এই টেলিছবি লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে। জানা যায়, শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



