আন্তর্জাতিক ডেস্ক: ‘বার্ন হেয়ার’ নামে নতুন সুগন্ধি নিয়ে এসেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সুগন্ধিটির বিক্রি হয়েছে ১০ হাজার বোতল, যার মূল্যমান ১০ লাখ ডলার। টুইটারে নিজেকে একজন সুগন্ধি বিক্রেতা হিসেবে বর্ণনা করে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার কর্ণধার ইলোন মাস্ক বলেন, ‘আমার মতো একজন ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবসায় আসাটা ছিল অনিবার্য—আমি কেন এত দিন ধরে লড়াই করেছি!’
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে সুগন্ধিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ‘দ্রোহী স্পৃহার নির্যাস’ নামে। প্রতি বোতল সুগন্ধির দাম ১০০ ডলার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এটি পুরোপুরি বাজারজাত হবে।
২০২০ সালে টেসলা টাকিলা নামে নিজস্ব ব্র্যান্ডের অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে আসেন মাস্ক। এ পণ্যের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় এবার সুগন্ধি ব্যবসায় উদ্যোগী হয়েছেন তিনি।
কভিড-১৯ মহামারীর মধ্যেও দ্রুতগতিতে বেড়েছে ইলোন মাস্কের সম্পত্তির পরিমাণ। সিএনবিসির রিপোর্ট অনুসারে, এত দ্রুত সম্পদ বৃদ্ধির নজির ইতিহাসে আর নেই। ২০২০ সাল বিশ্ববাসীর কাছেই টিকে থাকার লড়াই হলেও মাস্কের কাছে ছিল দুর্দান্ত। ২ হাজার ৭০০ কোটি ডলার নিয়ে শুরু হওয়া বছরটিতে মাস্কের সম্পদ এক বছরে ১৫ হাজার কোটি ডলারে পৌঁছে, সম্পদ বৃদ্ধির ইতিহাসে যা বিরল।
টানেলিং ফার্ম নামে তার একটি বোরিং কোম্পানিও রয়েছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫৭০ কোটি ডলার। কয়েক বছর ধরে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন থেকে শুরু করে নতুন টেকসই অর্থনীতি তৈরিতে বিনিয়োগ করেছেন মাস্ক। টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।
গত সপ্তাহে মাস্ক আবারো টুইটার ক্রয়ের প্রক্রিয়ায় ফিরে এসেছেন। জানা যায়, গত এপ্রিলে যে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তি হয়েছিল, সেই অঙ্কের মূল্যেই আবার মাইক্রোব্লগিং সাইটটিকে কেনার কথা ভাবছেন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর টুইটার কেনার প্রস্তাব দিয়ে কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছে তার আইনজীবীরা।
টুইটার কর্তৃপক্ষ মাস্কের চিঠি পেলেও তার দেয়া প্রস্তাব গ্রহণ করেছে কিনা জানায়নি। তবে এক মুখপাত্র জানান, মাস্কের সঙ্গে হওয়া মূল অঙ্কে অর্থাৎ ৪৪ বিলিয়ন ডলারেই চুক্তিটি সম্পন্ন করার ইচ্ছা পোষণ করেছে টুইটার। ৪ অক্টোবর এক টুইটে ইলোন মাস্ক জানান, টুইটার কেনার মাধ্যমে এক্স নামে তার এভরিথিং অ্যাপ বানানোর বিষয়টি ত্বরান্বিত হবে। টুইটার কেনার এ চুক্তি সফল হলে এটি মাস্ককে সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্লাটফর্মগুলোর কর্তৃত্ব এনে দেবে।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা ইলোন মাস্কের কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তিনি মাত্র ২৫ বছর বয়সে জিপ২ নামে অনলাইন অ্যাডভারটাইজিং প্লাটফর্ম প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে কমপ্যাক কম্পিউটারের কাছে ওই প্লাটফর্ম বিক্রি করে ৩০ বছর বয়সের মধ্যে মিলিয়নেয়ার বনে যান। তারপর এক্সকম নামে একটি অনলাইন ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি, যা পরবর্তী সময়ে পেপালের সঙ্গে একীভূত হয়ে যায়। ২০০২ সালে ই-বের কাছে ১৫০ কোটি ডলারে বিক্রি করে দেন ওই প্লাটফর্ম।
রাশিয়া থেকে আমদানি করা ৫৩ হাজার টন গম খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।