
স্কোরবোর্ডে আজ হঠাৎ এক সতর্কবার্তা পাঠানো হয়েছে, ‘আপনি যদি আজ স্টেডিয়ামে কোনো স্যান্ডউইচ, রেপস (শর্মাসদৃশ রোল) বা সালাদ কিনে থাকেন তবে দয়া করে সেটা এখনই ওই আউটলেটেই ফেরত দিয়ে আসুন।’ সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল গ্যালারিতে।
পরে আরেকটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেখানে শুধু মুরগির মাংস ছিল—এমন খাবারই ফেরত পাঠাতে বলা হয়েছে। ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ফক্সের ধারাভাষ্যকাররা ব্যাপারটা খেয়াল করে এ নিয়ে কথাও বলেছেন। মার্কা হাওয়ার্ডের ভাষ্য অনুযায়ী, ‘এ ঘোষণা পুরো স্টেডিয়ামকে ধাক্কা দিয়েছে।’
স্টেডিয়ামের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, খাবার খেয়ে কেউ অসুস্থ হয়েছেন, এমন কোনো খবর তাঁরা পাননি। শুধু সতর্কতা হিসেবে আগেভাগেই খাবার সরিয়ে নেওয়া হয়েছে। ওই মুখপাত্র বলেছেন, ‘আমাদের এক কর্মী একটি রেপে রান্না না হওয়া এক টুকরো দেখেছেন। এরপর আমরা সব রেপ সরিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। সব খাবারই গুনে গুনে ফেরত নেওয়া হয়েছে।’
মুখপাত্র আরও জানিয়েছেন, ওই ঘটনার আগে ২০টি মুরগির রেপ বিক্রি হয়েছিল। এদিকে বলতে না বলতে অপটাস স্টেডিয়ামে টয়লেটের সামনে ভিড় বেড়ে গেছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


