বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
এর আগে, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে রয়েছেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে রয়েছেন।
এভারকেয়ার হাসপাতালে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন এবং দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সকাল আটটার পর হাসপাতালে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। পরে সেখানে আসেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


