বিনোদন ডেস্ক: ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে ভিন্ন ধাঁচের তিনটি সিনেমা। এরমধ্যে মুক্তির আগে সবচেয়ে আলোচনায় ছিলো অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দিন দ্য ডে’। ব্যয়বহুল বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। এদিকে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত অ্যাকশনধর্মী ‘দিন দ্য ডে’ পছন্দ করেছেন নাটক-সিনেমার নির্মাতা অনিমেষ আইচ। তিনি বলেছেন, এমন লোকেশন আর ধুন্ধুমার অ্যাকশন এর আগে কোন বাংলা ছবিতে দেখা যায়নি।
‘ভয়ংকর সুন্দর’ ছবির পরিচালক ফেসবুকে লেখেন, “যারা বলিউডের অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ‘দিন দ্য ডে’ হতে পারে দারুণ উপভোগ্য। এমন লোকেশন আর ধুন্ধুমার অ্যাকশন এর আগে কোন বাংলা ছবিতে দেখা যায়নি।”
ঈদুল আজহায় মুক্তি পাওয়া অন্য কোনো সিনেমা এখনো দেখেননি অনিমেষ। তিনি বলেন, “আমি যেদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটি দেখলাম, সেদিন ছিল উপচে পড়া ভিড়। সব ধরনের সিনেমাই হওয়া উচিত। ঈদের অন্য সিনেমা দেখি নাই, কিন্তু ‘দিন দ্য ডে’ আমার ভালো লেগেছে।”
অনন্ত বরাবরই দাবি করে আসছেন, এ ছবির বাজেট ১০০ কোটি টাকা।
‘দিন দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশের মিশা সওদাগর ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন। লোকেশন তালিকায় ছিল একাধিক দেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।