বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, তিনি সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, “অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই।” সুবাহ আরও জানান, ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।
নিঃসঙ্গ মানুষের জীবনের সঙ্গী হবে রোবট আরিয়া, প্রয়োজন মেটাবে প্রেমিকারও!
সুবাহর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অনেক টাকাওয়ালা, গুণী, সুদর্শন পুরুষের প্রস্তাব পেলেও মেয়েরা কেবল বিশ্বস্ততার জন্যই তাদের প্রতি আকৃষ্ট হয়।
সূত্র : দৈনিক জনকণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।