Views: 103

বিনোদন

এমপি পদে নির্বাচন করতে আগ্রহী ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষাণা করেছে সংসদ সচিবালয়। আর এই আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, ‘আমি নির্বাচন করতে আগ্রহী। দল থেকে মনোনয়ন দিলে আমি জিতে আসতে পারব, এ আত্মবিশ্বাস আমার আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতিকে বেগবান করতে চাই। তার হাতকে শক্তিশালী করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার জন্ম এ এলাকায়। এ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। এলাকার মানুষ আমার আপনজন। আমি তাদেরই একজন। তারা আমাকে ভালো করে জানে, চিনে। আমি বিশ্বাস করি, আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে।’

এদিকে, ডিপজল ইতোমধ্যে তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’। আর ঈদের পর শুরু করবেন ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমা দুটির সিক্যুয়াল।


আরও পড়ুন

‘ধর্ম নিয়ে রুচিহীন প্রশ্ন বন্ধ হোক’, বিব্রত চঞ্চল চৌধুরী

Saiful Islam

‘আমি ৭৪ শিশুর গর্বিত মা’

Shamim Reza

মা হওয়ার সিদ্ধান্ত একান্তই নারীর : মিথিলা

Shamim Reza

মা দিবসে হৃদয়স্পশী পোস্ট কারিনার, সামনে আনলেন ২ সন্তানের ছবি

globalgeek

আগামী তিনদিন ঝড়-বৃষ্টি বাড়তে পারে

Shamim Reza

রিস্ক না নিলে সফল হওয়া যায় না : ডিপজল

Shamim Reza