স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে লিওনেল মেসি পিএসজিতে আসার আগে থেকেই নেইমারের সঙ্গে ঝামেলা চলছিল কিলিয়ান এমবাপ্পের। ব্রাজিল সুপারস্টার নেইমারকে যেন সহ্যই করতে পারেন না এমবাপ্পে। মেসি পিএসজিতে আসার পর নেইমার ও এমবাপ্পের দূরত্বটা আরো বেড়েছে। পিএসজি’র সঙ্গে নতুন চুক্তি করার সময় এমবাপ্পে নাকি ক্লাব কতৃপক্ষকে বলেছেন, নেইমারকে বিক্রি করে দিতে।
ইনজুর কাটিয়ে মঁপেলিয়ারের বিপক্ষে গত ম্যাচে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে পেনাল্টি নিয়ে নেইমারের সঙ্গে এই ফরাসি তারকার ঝামেলা হয়। নেইমারের কাছে পেনাল্টি চাওয়ার আগে এমবাপ্পে হালকা ধাক্কা মারেন মেসিকেও। মেসি অবাক হয়ে এমবাপ্পের দিকে তাকিয়ে থাকলেও এমবাপ্পে এসব খেয়ালই করেননি। ম্যাচের পর এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে চলছে এমবাপ্পের সমালোচনা।
এমবাপ্পের প্রতি খেপেছেন সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনিও। তিনি বলেন, ‘২২-২৩ বছরের একজন খেলোয়াড় মেসিকে বাহু দিয়ে ধাক্কা মারে… আমার জীবনে এরচেয়ে বড় ইগো দেখিনি। কেউ এমবাপ্পেকে মনে করিয়ে দাও যে ,২২ বছর বয়সে মেসির চারটা ব্যালন ডি’অর ছিল। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।