এমবাপ্পের জন্য ২০০ মিলিয়নই দিতে রাজি রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলের গ্রীস্মকালীন দল বদলের দরজা বন্ধ হতে আর খুব বেশি দেরি নেই। যে কোনো মূল্যেই কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ। ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও কাজ হয়নি বিধায় অঙ্কটা আরও বাড়াচ্ছে স্প্যানিশ ক্লাবটি। এখন নাকি ২০০ মিলিয়ন ইউরোই দিতে প্রস্তুত হচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

খবর স্কাই স্পোর্টসের। তাদের মতে, শেষ মুহূর্তে এমবাপ্পেকে পাওয়ার জন্য বড় ধরনের চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। কথা হচ্ছে, এত চেষ্টার পর তাকে কি এই মৌসুমে পাবে রিয়াল মাদ্রিদ? উল্লেখ্য যে, দল বদলের শেষ সময় ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

এমবাপ্পেকে পেতে সর্বপ্রথম ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এই অর্থ পর্যাপ্ত নয় বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল এমবাপ্পের ক্লাব পিএসজি। এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, এমবাপ্পের জন্য ২২০ মিলিয়ন ইউরো চাচ্ছে ফরাসি ক্লাবটি। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি অতীতে অনেক বড় দল প্রস্তাব দিলেও রিয়াল মাদ্রিদের প্রস্তাবের অপেক্ষাতেই দিন গুণছিলেন এমবাপ্পে। তার বিকল্প হিসেবে বরুশিয়া ডর্টমুন্ড তারকা এরলিং হল্যান্ড থাকলেও এমবাপ্পেতেই আগ্রহ বেশি স্প্যানিশ ক্লাবটির।

রিয়ালের হয়ে এমবাপ্পের খেলার স্বপ্ন শৈশব থেকে। স্প্যানিশ ক্লাবটির দারুণ ভক্তও নাকি তিনি, বেশ কয়েকবার আকারে-ইঙ্গিতে বিশ্বকাপ জয়ী তারকা সেটি ব্যক্ত করেছেন। এবার ফরাসি ক্লাবে মেসি আসায় সেটি যেন আরও একধাপ সামনে এগোনোর পথ খুঁজে পেল। মেসি, রামোস, নেইমার, এমবাপ্পে; এত দামি ফুটবলারের বেতন জোগানেও যে কাল হয়ে দাঁড়াতে পারে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির জন্য, ফেয়ার প্লের নীতিতে পড়তে পারেন উয়েফার তোপের মুখেও।

রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে পেতে যেমন নাছোড়বান্দা তেমন মনোভাব পিএসজিরও। এমবাপ্পেকে কিছুতেই ছাড়তে চান না ক্লাব সভাপতি খেলাইফি। এ নিয়ে দিন দুয়েক আগে লা একুইপেকে খেলাইফি বলেন, ‘কোনো কিছুই পরিবর্তন হবে না। এমবাপ্পের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। সে ক্লাব ছাড়বে না। এটা আমরা বারবার বলতেও পারব না।’ অনেকে খেলাইফির এমন বক্তব্যকে দেখছেন এমবাপ্পের দাম বাড়িয়ে নেওয়ার কৌশল হিসেবে।