স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে যোগ দিতে চান রিয়াল মাদ্রিদে। তাকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাবটিও। এই সত্য এখন সবারই জানা। গত দলবদলের সময় এমবাপ্পের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছে রিয়াল মাদ্রিদ।
যদিও ওই প্রস্তাব গ্রহণ করেনি এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পেও স্পষ্ট করে জানিয়েছেন, রিয়ালে যোগ দিতে উন্মুখ হয়ে ছিলেন তিনি। চলতি মৌসুম শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপ্পের।
এর আগে আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন ২২ বছর বয়সী তারকা। তখনই তাকে দলে ভেড়ানোর ব্যাপারে স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
স্প্যানিশ পত্রিকা এল দেবাতেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এমবাপ্পের বিষয়ে আমরা জানুয়ারিতে জানতে পারব। আমরা আশা করছি, ১ জানুয়ারি সবকিছুর সমাধান হয়ে যাবে।’
যদিও ঘণ্টা খানেক পর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে উল্টো কথা বলেন পেরেজ। তার আগের বক্তব্যের সঠিক ব্যাখ্যা করা হয়নি বলে দাবি করেছেন পেরেজ।
তিনি বলেন, ‘আমি যেটা বলেছি, সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যা বলেছি তা হলো, তার (এমবাপ্পে) কাছ থেকে শুনতে আমাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিএসজির প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা আছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।