জুমবাংলা ডেস্ক : স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছেন এমসি কলেজ কর্তৃপক্ষ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান হোস্টেল সুপার জামাল উদ্দিন।
জামাল উদ্দিন জানান, এমসি কলেজের অধ্যক্ষ আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বৈঠকের আহ্বান করেছেন। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
হোস্টেল বন্ধ থাকলেও ছাত্ররা ছাত্রাবাসে থাকার বিষয়ে তিনি বলেন, কলেজ ও হোস্টেল বন্ধ রয়েছে। তবে কিছু শিক্ষার্থীরা টিউশনি করানোর কারণে হোস্টেলে আছেন। তবে এখন সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখন হল ছাড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলেজ কর্তৃপক্ষ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool