জুমবাংলা ডেস্ক: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।
এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আগামীকাল আঙ্কারার প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সে স্থানীয় সময় বিকাল ৫টায় তুরস্কের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে এরদোয়ান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন। ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।