আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলীয় এক এমপি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সমালোচনায় করায় দেশটির পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বিরোধী দলীয় এমপি এনজিন ওজকোক সিরিয়ায় নিহত তুর্কি সেনাদের প্রতি অসম্মানের অভিযোগ এনে এরদোয়ানের সমালোচনা করায় এ ঘটনা ঘটে।
তুর্কি টিভি চ্যানেল হ্যাবারতার্কের ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় পার্লামেন্টে কয়েক ডজন এমপি উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন একেপি’র এমপিরা ওজকোকের দিকে তেড়ে আসেন। সেসময় হট্টগোল বেঁধে যায়। কয়েকজন এমপি ডেস্কের ওপর ওঠে বিরোধীপক্ষের দিকে ঘুষি মারেন। কয়েকজন সরকারি দলের এমপিদের নিবৃত্ত করার চেষ্টা করেন। দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন মাটিতেও পড়ে যান।
রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এমপি এনজিন ওজকোকের অভিযোগ, এরদোয়ান সংবাদ সম্মেলনে এবং পরবর্তীতে টুইট বার্তায় গত সপ্তাহে সিরিয়ার ইদলিবে নিহত তুর্কি সেনাদের অপমান করেছেন।
এরদোয়ান মর্যাদাহীন, অজ্ঞতা, নিচুমনের ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন ওজকোক।
এদিকে পার্লামেন্টের স্পিকার এক বিবৃতিতে বিরোধী দলীয় এমপিদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্টকে অপমান করায় একটি তদন্তও শুরু করেছেন কৌঁসুলিরা।
প্রসঙ্গত, ইদলিবে সিরিয়ার আসাদ বাহিনীর সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। ইদলিবে বিদ্রোহীদের আস্তানায় রুশ সমর্থিত আসাদ বাহিনীর নতুন করে হামলায় প্রায় দশ লাখ মানুষ তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ শরণার্থী সংকট ঠেকাতে আসাদ বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে নামে তুর্কি বাহিনী।
Turkish MPs brawl after an opposition MP insults Erdogan pic.twitter.com/JwpasbAf3H
— Ragıp Soylu (@ragipsoylu) March 4, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



