Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর এলিফেন্ট রোডের বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দানা মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৩টা ১৮ মিনিটে এলিফেন্ট রোডের বাটা সিগনালের পাশে একটি বাসায় আগুনের খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান কতো, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
ঘটনার প্রত্যক্ষদর্শী খাজা শিকদার বলেন, ‘আমতলা মোড় বাটা সিগনালের পাশেই ওই বাসায় আগুন ও ধোঁয়া উড়তে দেখে ভিড় জমিয়েছেন শত শত মানুষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।