জাল টানতেই উঠে এলো ৯৯ মণ ইলিশ, জেলেদের মুখে হাসি

জুমবাংলা ডেস্ক: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরতে যায় ‘মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা। ফিরে আসে ছোট-বড় মিলিয়ে ৯৯ মণ ইলিশ।

জালভর্তি মাছ পাওয়ায় নৌকাটির জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।

মঙ্গলবার রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৯৯ মণ ইলিশ মাছ নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

জেলে আবুল কাশেম বলেন, ১০-১৫জন জেলে সোমবার গভীর রাত থেকে ইলিশ ধরতে ‘মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান, অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে রাতে ফিরে আসার পর মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন।

তিনি আরও বলেন, সরকারের নিষেধাজ্ঞার কারণে মাছ বড় হয়েছে এবং জেলেরা এখন নদী এবং সাগরে এত মাছ পাচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।