অর্থনীতি ডেস্ক : আজ সোমবার এশিয়ার বাজারে তেলের মূল্য ব্যারেল প্রতি এক ডলার করে বেড়েছে।
হালকা অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি প্রায় ৩৩ মার্কিন ডলারে উঠেছে, আর সেই সঙ্গে মার্কিন বাজারে ব্যারেল প্রতি ২৪.১৫ ডলারে উঠেছে দাম।
সম্প্রতি ওপেক প্লাস জোট এর বাইরে থাকা- জোট বহির্ভূত অন্যান্য তেল উৎপাদক দেশের সঙ্গে সমঝোতার পর, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ২০ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ওপেকভুক্ত দেশগুলো কমাবে ১০ শতাংশ।
করোনাভাইরাসের বিশ্ব মহামারির কারণে চাহিদা কমায় অপরিশোধিত জ্বালানির তেলের দর এখন রেকর্ড পরিমাণে কমেছে। পণ্যটি রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর জন্য যা একটি বড় ধাক্কা। এই অবস্থায় ওপেক ও রাশিয়ার নেতৃত্বে অন্যান্য বৃহৎ উৎপাদকের জোট- ওপেক প্লাস বিশ্ববাজারে তেল সরবরাহ ২০ শতাংশ কমাচ্ছে।
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশ- যুক্তরাষ্ট্রও সরবরাহ কর্তনে রাজি হয়েছে। এর ফলে ওপেক প্লাসের জ্বালানি তেলের দরবৃদ্ধির প্রচেষ্টা নতুন মাত্রা পেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।