স্পোর্টস ডেস্কঃ এএফসি এশিয়ান কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে কাতার ও জর্ডান। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। এশীয় ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে জর্ডান। অপরদিকে ফাইনালে উঠার জন্য ইরানকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার ।
এশিয়ান কাপে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে কাতার ও জর্ডান। দুইটি আরব দেশই এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলছে।
ফুটবলের বিশ্লেষণ ও পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টার পূর্বানুমানে আজকের ফাইনালে নির্ধারিত সময়ে কাতারের জয়ের সম্ভাবনা ৩৮.৪ শতাংশ, জর্ডানের ৩৪.৮ শতাংশ।
এবার আর্জেন্টিনার ম্যাচ বাতিল করল চীন
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কাতারের কোচ টিনটিন মার্কেজ বলেন, “এটা দুই ভাইয়ের লড়াই। ভাইদের এই লড়াইয়েও থাকছে প্রতিদ্বন্দ্বিতা। আর আমি আমার ভাইয়ের সঙ্গে টেনিস খেললেও খেলব জিতার জন্যই।”
অন্যদিকে জর্ডান কোচ হুসেইন আমোউতা বলেন, “দলের সব খেলোয়াড় প্রস্তুত এবং মাঠে নামার জন্য মুখিয়ে। তবে শারীরিক নির্ভরতা নয় কৌশলগত দিকেই ম্যাচে নজর থাকবে দুই দলের।”
সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারানো কাতার চাইবে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে। হারানোর কিছু নেই মন্ত্রে উজ্জীবিত হয়ে যেভাবে খেলছে জর্ডান, তাতে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে তাদেরকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।