মটোরোলার এজ ৩০ প্রো: দুনিয়ার সেরা সেলফি ক্যামেরার ফোন বাজারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অবশেষে এশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে এজ ৩০ প্রো উন্মুক্ত করেছে টেক জায়েন্ট মটোরোলা। লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠানটি ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোনটি উন্মোচন করেছে। এটি মটো এজ এক্স৩০-এর রিব্র্যান্ডেড ভার্সন। গত বছর চীনে স্মার্টফোনটি বাজারজাত করা হয়েছে।

মটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুলএইচডিপ্লাস ওলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। এতে ১ বিলিয়ন কালার, এইচডিআর১০ প্লাসও রয়েছে। ডিভাইসটির বডি টু স্ক্রিন রেশিও ৮৭ দশমিক ৪ শতাংশ, পিক্সেল ডেনসিটি ৩৩০ পিপিআই।

স্মার্টফোনটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে একটি করটেক্স এক্স২, তিনটি করটেক্স এ৭১০ এবং চারটি করটেক্স এ৫১০ কোর রয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনটিতে অ্যাড্রেনো ৭৩০ ইউনিট রয়েছে। মূল ভার্সনের ডিভাইসে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে এতে স্টোরেজ বাড়ানোর জন্য অতিরিক্ত কোনো স্লট দেয়া হয়নি। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ও মাইইউএক্স ইন্টারফেস দেয়া হয়েছে।

মটোরোলা এজ ৩০ প্রো ডিভাইসে একটি বা দুটি সিমকার্ড ব্যবহার করা যাবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমেই ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। এরপর ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডিপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

কানেক্টিভিটির জন্য ডিভাইসে ওয়াই-ফাই ৮০২.১১, ডুয়াল ব্যান্ড, ওয়াই-ফাই ডিরেক্ট, হটস্পট, ব্লুটুথ, জিপিএস, ডুয়াল ব্যান্ড এজিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি ৩.১ পোর্ট রয়েছে। স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সিলারোমিটার, জায়রোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটারসহ বিভিন্ন সেন্সর রয়েছে। মাল্টি টাস্কিং, গেমিং ও সাধারণ ব্যবহারের জন্য মটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনে ৪ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এতে ৬৮ ওয়াটের টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে। বাজারে কসমস ব্লু ও স্টারডাস্ট হোয়াইট রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর মূল্য ৪৯ হাজার ৯৯৯ রুপি।

টিকটকের মতো শর্ট ভিডিও ফিচার আনলো ফেসবুক