স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে গেছে ক্রীড়াঙ্গন। বাতিল হয়েছে দ্বিপাক্ষিক সিরিজসহ পিএসএল। পিছিয়ে দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এদিকে, পাঁচ মাস পর শুরু হওয়ার কথা থাকা এশিয়া কাপ নিয়েও শঙ্কা দেখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি।
এক প্রশ্নের উত্তরে পিসিবি প্রধান বলেন, হ্যাঁ, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা আছে। তবে এটাও বলে রাখছি বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিশ্বই তো এখন অনিশ্চয়তার মধ্যে। আপনি বলতে পারবেন না যে সেপ্টেম্বরে কী হবে। এটা আসলে বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। হয়তো চলমান পরিস্থিতি এক মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী সেপ্টেম্বর মাসে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাসরি বলে দিয়েছে, পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না তারা। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে আয়োজন করা হবে। চলতি বছর অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রাখতেই মূলত ছোট ফরমেটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।