চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এসএসসির পুনঃনিরীক্ষণের ফল নিয়ে শনিবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নিয়মানুযায়ী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে, সে হিসাবে আগস্ট মাসে ফল প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব বোর্ড মিলিয়ে কত শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য এখনও বোর্ডের কাছে নেই।
গত ১০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী।
পরে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেয়া হয়। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পান।
বোর্ড কর্মকর্তারা বলছেন, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা দেখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।