চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডের অধীনে অংশ নিয়েছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ২০ শতাংশ, যা গেল বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। ফলে পাসের হার বৃদ্ধি পেয়েছে ৪.৪৩ শতাংশ।
এ বছর আট বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড, পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গতবার এ হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। অন্য বোর্ডের মধ্যে পাসের হার যশোরে ৯০ দশমিক ৮৮, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, দিনাজপুরে ৮৪ দশমিক ১০ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২, চট্টগ্রামে ৭৮ দশমিক ১১ ও বরিশালে ৭৭ দশমিক ৪১ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এ ক্ষেত্রে সাধারণ আট বোর্ডের মধ্যে ২৯ হাজার ৬৮৭ জন জিপিএ-৫ পাওয়ায় এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে ঢাকা বোর্ড। গতবার এ সংখ্যা ছিলো ছিল ৪১ হাজার ৫৮৫ জন। অন্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ২২ হাজার ৭৯৫, যশোর ৯ হাজার ৯৪৮, দিনাজপুর ৯ হাজার ২৩, কুমিল্লা ৮ হাজার ৭৬৪, চট্টগ্রাম ৭ হাজার ৩৯৩, বরিশাল ৪ হাজার ১৮৯ ও সিলেট ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ।
আট বোর্ডের উল্লেখযোগ্য পরিসংখ্যান:
এবার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৭৩টি, যা গত বছর ছিল ২৮ হাজার ৫৫৮টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১১৫টি।
মোট পরীক্ষাকেন্দ্র ছিল সংখ্যা ৩ হাজার ৪৮২টি, যা গেলবার ছিল ৩ হাজার ৪১৫টি। কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৬৭টি।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন, যা গত বছর ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ১ হাজার ২৪১ জন।
মোট পাসকরা শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, যা গেলবছর ছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার বেড়েছে এক লাখ ৭ হাজার ৩৬১ জন। শতকরা পাসের হার ৮২.২০ ভাগ, যা গতবার ছিল ৭৭.৭৭ ভাগ। এ ক্ষেত্রে বেড়েছে ৪.৪৩ ভাগ।
এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী, শতকরা হারে ৪.৯৬ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন, শতকরা হারে ছিল ৫.৪৬ ভাগ।
শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩টি, যা গেলোবার ছিল ১হাজার ৫৭৪ টি। এ সংখ্যা বেড়েছে ১ হাজার ৯টি। তবে শূন্যভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, যা আগেরবার ছিল ১০৯টি। এ বছর কমেছে ২টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৩০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৩৭১ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৪১৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।