জুমবাংলা ডেস্ক: এয়ারডটস বা এয়ারডটস ইয়্যুথ ব্যাবহার করে খুব সহজেই মিউজিক চালু বা বন্ধ এমনকি বদলানোও যায়। এমনকি ফোন লকড অবস্থায়ও এটি কাজ করবে। এয়ারডটস কানেক্টেড অবস্থায় বাম অথবা ডান সাইড যেকোনটায় ডাবল ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়। এটাকে অনেকে গুগোল এসিসট্যান্ট বললেও শওমি এটাকে শিয়াও এআই ভয়েজ এসিস্ট্যান্ট (Xiao Ai Voice Assistant) বলতে পছন্দ করে।
যাইহোক, এয়ারডট এর বাটনে সিঙ্গেল ক্লিকে মিউজিক স্টপ বা প্লে হবে এবং ডাবল ক্লিক করলে দুইটা বিপ শুনবেন, এরপর এসিস্ট্যান্ট চালু হলে একটা বিপ শুনবেন। তখন আপনি ভয়েজ কমান্ড দিলেই মিউজিক চেন্জ হবে।
পরের গানের জন্যঃ
- Play Next Song
- Play Next
- Next
আগের গানের জন্যঃ
- Play Previous Song
- Play Previous
- Previous
আপনি নিজে আরো কিছু ট্রাই করতে পারেন। তবে এগুলোও কাজ করে। বিষয়গুলো অলরেডি পরীক্ষা করে দেখা হয়েছে। তবে খুব নয়েজি পরিবেশে টেস্ট করা হয়নি। ইনডোর এ পরিক্ষিত। এটির পারফরম্যান্স সন্তোষজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।