ইন্টারনেটে বেশ কিছু রিপোর্টে দেখা যায় যেখানে অপো একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন এবং ফ্লিপ হ্যান্ডসেটের উপর কাজ করছে। এসব স্মার্টফোনের স্ক্রিন যেন ভাঁজ করা যায় সেই ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
দুটি স্মার্টফোন এই বছর রিলিজ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। প্রথমে চায়নাতে রিলিজ করা হতে পারে। মার্কেটে ডিভাইসটি আসবে OPPO Find N Fold এবং Find N Flip moniker নামে।
ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসের একটি রিপোর্ট এ অপোর নতুন স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। রিপোর্টে যা বলা হয় তাতে মনে হচ্ছে দুটি স্মার্টফোন যেন ভাঁজ করা যায় এই ফিচার থাকা সম্ভবনা বেশি।
oppo Find and Flip স্মার্টফোনের মূল প্রতিদ্বন্দ্বী হবে Samsung Galaxy Z Flip 4 ও Motorola Razr 2022। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট থাকার সম্ভাবনাই বেশি। স্যামসাং এবং মোটোরোলার স্মার্টফোন এ একই প্রসেসের ব্যবহার করা হবে।
অপোর নতুন দুটি স্মার্টফোনের কোড নাম দেয়া হয়েছে ড্রাগনফ্লাই। ২০২১ সালে অপো ফাইন্ড এন নামে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়ে। আশা করা হচ্ছে নতুন দুটি স্মার্টফোন চায়নাতে এই বছর রিলিজ করা হবে।
oppo Watch 3 এই সপ্তাহে চায়নাতে রিলিজ হতে যাচ্ছে। আগস্টের ১০ তারিখে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যদিও অফিসিয়াল কনফার্মেশন পেতে আরো সময় লাগবে। তাছাড়া তাদের স্মার্টফোনের জন্য কালার অপারেটিং সিস্টেম ১৩ এর নতুন আপডেট শীঘ্রই আসতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।