Advertisement
স্পোর্টস ডেস্ক: ২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন না ৩৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।
এক টুইটার বার্তায় স্টেইন জানান, ক্রিকেটের বাইরে সময় কাটানোর জন্য আইপিএলে এ বছর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলছেন না তিনি। তবে আইপিএলের অন্য কোনও দলে খেলার পরিকল্পনাও তার নেই। আইপিএলের সময়টাতে ক্রিকেট থেকে দূরে থাকতে চাচ্ছেন স্টেইন।
স্টেইনের পরিস্থিতিটা অনুধাবন করার জন্য পোস্টে আরসিবিকে ধন্যবাদও জানান এই গতি তারকা। সেইসঙ্গে এটাও নিশ্চিত করেন, তিনি অবসর নেননি। আইপিএলে না খেললেও অন্য লিগে খেলবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।