বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভিভো ভারতের বাজারে তাদের Vivo V29e ফোনটি পেশ করেছিল। খুব তাড়াতাড়ি এই সিরিজের অধীনে Vivo V29 এবং Vivo V29 Pro ফোনদুটি লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। আমরা সোর্সের মাধ্যমে খবর পেয়েছি এই ফোনদুটি এই মাসেই পেশ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনদুটির লঞ্চ টাইমলাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চ টাইমলাইন
রিপোর্ট অনুযায়ী আপকামিং Vivo V29 এবং Vivo V29 Pro প্রিমিয়াম স্মার্টফোনদুটি এই মাসের শেষের দিকে পেশ করা হতে পারে।
ফোনদুটির স্পেসিফিকেশন ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে সেট করা হয়েছে বলে জানা গেছে।
সোর্স মারফৎ ফোনের কালার অপশন সম্পর্কেও জানা গেছে। এই ফোন মাজেস্টিক কালারে সেল করা হবে।
এই ফোনের ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম রাখা হবে। যা ভারতীয় ইউজারদের যথেষ্ট আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।
Vivo V29 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
ডিসপ্লে: Vivo V29 5G ফোনটিতে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। এই স্ক্রিন 1.5কে রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 452 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে কাজ করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 642এল জিপিইউ রয়েছে। এছাড়া সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি এই ফোনে বিসি কুলিং সিস্টেম যোগ করেছে।
স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 8GB virtual RAM রয়েছে। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এতে ডুয়েল সিম 5জি সাপোর্ট, IP68 রেটিং, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার আছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। আগামী দিনে এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে আপগ্রেড পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।