জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কী করতে চায় , সেজন্য কতদিন সময় প্রয়োজন, তা জানার অধিকার জনগণের রয়েছে।
বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটশনে রবিবার (১৫ ডিসেম্বর) বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তন চাইলে সংস্কার প্রয়োজন। রাষ্ট্র ও সরকারকে স্বৈরাচারমুক্ত রাখতে হলে, গণতান্ত্রিক চর্চা প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির এ যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হচ্ছে জনগণ। নেতা-কর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন’।
সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কি না, তা তাদের পরিষ্কার করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করায় আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কষ্টে আছে।’
আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন অনেকে অনেক কথা বলেন। যখন কেউ বিএনপিকে সংস্কার নিয়ে শিক্ষা দিতে আসে, তখন খারাপ লাগে’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।