কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের জমিতে গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানবন্ধন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
আজ (২ জুন) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে স্কুল ক্যাম্পাসের সম্মুখভাগের জমিতে মার্কেট নির্মাণকাজ অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।
নির্মাণকাজ বন্ধ না করলে এলাকার সচেতন নাগরিকদের সাথে নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও মানববন্ধন থেকে হুমকি প্রদান করা হয়।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে সাবেক শিক্ষার্থীরা বলেন, এই বিদ্যালয়টি নীলফামারী জেলার অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৩৯ সাল যখন কিনা বাংলাদেশ রাষ্ট্রতো নয়ই, এমন কি পাকিস্তান রাষ্ট্রেরও জন্ম হয়নি। অবিভক্ত ভারতীয় উপমহাদেশের এই প্রতিষ্ঠানটি পড়াশোনার মানের দিক থেকেও অনন্য। প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের মানুষজন এ প্রতিষ্ঠানে পড়াশুনা করে সমাজের নানান স্তরে এবং সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে তাদের ভূমিকা পালন করে আসছে। এ রকম একটা বিদ্যালয়ের বুকের ভেতর মার্কেট নির্মাণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জুলুম ও জনস্বার্থ বিরোধী একটি সিদ্ধান্ত।
সাবেক শিক্ষার্থীরা আরও বলেন, একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীর শারীরিক-মানসিক বিকাশ জরুরি। এমন বিকাশের জন্য খেলার মাঠ চাই, খোলা আকাশ চাই, চারপাশে উন্মুক্ত প্রান্তর চাই এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা চাই। স্কুলের বুকের উপর মার্কেট নির্মাণ করে এইসব বিকাশকে বাধাগ্রস্থ করার অপতৎপরতা ছাড়া আর কিছুই না।
স্কুল ক্যাম্পাসে মার্কেট নির্মাণ বিরোধী আন্দোলনের আহ্বায়ক সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হুসাইন মোঃ সায়েম বলেন, ‘স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকার অর্থের যোগান দেয়। এমপিওভুক্ত বিদ্যালয় হওয়ায় সম্মানিত শিক্ষকদের বেতনও সরকার দেন এবং শিক্ষার্থীরা মাসিক বেতন দিয়ে পড়াশোনা করে। তাহলে এই বিদ্যালয় ক্যাম্পাসের গাছ কেটে মার্কেট নির্মাণের প্রয়োজন পরলো কেন? শুধুমাত্র ব্যবসায়িক ও মুনাফার দৃষ্টিভঙ্গি কোনভাবেই এরকম শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যায় না।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল আরেফিন সপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ হালিম, আঃ রাজ্জাক, হোসেন মোহাম্মদ হানীফ, দিপক, সম্রাট, রোকন, আওলাদ হোসেন এবং মোজাহিদ ইসলাম সুরুজ।
এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী সফি কামাল রিয়াদ।
পরে সাবেক শিক্ষার্থীরা কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের জমিতে গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।