সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত তারকা জান্নাতুল ফেরদৌস ঐশীর পোস্ট করা একটি ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। ছবিটি পোস্ট করার পর থেকে ভক্তমহলে থেকে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি।
বুধবার (৬ মে) ইনস্টাগ্রামে নবজাতক কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন ঐশী। যার ক্যাপশনেও কিছু লেখেননি তিনি। তাতেই চমকে উঠলো সবাই।
ছবির পোস্টে একজন লিখেছেন, ‘এটা কি আপনার বাচ্চা?’ আরেকজন, ‘বিয়ে করলেন কবে, শুনলাম না তো।’ রাসেল নামে একজন লেখেন, ক্যারিয়ার না গড়তেই বিয়ের ক্যারিয়ার গড়লেন। রীতিমত যেন তুলকালাম অবস্থা। তবে কী সবাইকে চমকে দেওয়ার জন্যই এই কাজটা করলেন ঐশী। নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনো রহস্য?
তবে ভক্তদের প্রশ্নের উত্তর দেননি ঐশী। এ বিষয়ে ঐশীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
জান্নাতুল ফেরদৌস ঐশী ২০১৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মধ্য দিয়ে জনপ্রিয়তা পান। এরইমধ্য তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। তার হাতে ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’সহ তিনটি চলচ্চিত্র আছে। মুক্তির অপেক্ষায় আছে ‘মিশন এক্সট্রিম’ নামের একটি সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



