বিনোদন ডেস্ক: সেলিব্রিটিদের নিয়ে ভক্তদের থাকে চরম আগ্রহ। আর সেলিব্রিটিদের বিয়ে মানেই চর্চার বিষয়। বলি হোক বা টলি সেলিব্রিটিদের বিয়ে নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা শেষ থাকে না। ব্রাইডাল পোশাক থেকে শুরু করে গহনা, ডিজাইনার সব নিয়ে থাকে মানুষের মনে উৎকণ্ঠা। বিয়ে, রিসেপশন কে কেমন লুকে ধরা দিলেন তা দেখার জন্য সকলেই থাকেন উদ্বেগ। আর এই সেলিব্রিটিদের লুকগুলির মধ্যে অন্যতম লুক দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যা এখনও মানুষের মুখে বহুল চর্চিত। তার ব্রাইডাল লুক নিয়ে এখনো কানাঘুষো কথা বলতে শোনা যায়।
বচ্চন পরিবারে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে একটি রাজকীয় বিয়ে হিসেবে গণ্য করা হয়। এখনো পর্যন্ত তাদের বিয়ে অতি দামি বিয়ে গুলির মধ্যে অন্যতম। ঐশ্বরিয়া রাই বিয়েতে যে এই সোনালী রঙের কাঞ্জিবরম শাড়িটি পড়েছিলেন তার দাম প্রায় ৭৫ লক্ষ টাকা আর সেটি তৈরি করা হয়েছিল সোনার তার দিয়ে এবং সাথে ক্রিস্টাল বসানো। এই শাড়িটির ডিজাইন করেছিলেন নীতা লুনা।
বিয়ের অন্যতম চর্চার বিষয় হল গহনা। আর ঐশ্বরিয়া রাই দক্ষিণী শাড়ি ও চুলের সাথে পড়েছিলেন বাঙালি কায়দার গহনা। যার মধ্যে ছিল নারকেল ফুলবালা, ট্র্যাডিশনাল লক্ষ তারা হার। আর এই সমস্ত গহনাগুলি বানানো হয়েছিল কলকাতার অঞ্জলি জুয়েলার্স থেকে। এছাড়াও জয়া বচ্চনের মা ঐশ্বরিয়া রাই বচ্চনকে একটি সোনা বাঁধানো নোয়া উপহার দিয়েছিলেন যা বাঙ্গালীদের ক্ষেত্রেও এয়োস্ত্রীর চিহ্ন হিসেবে মনে করা হয়। এখনো ঐশ্বরিয়া রাই বচ্চনকে সেটিকে হাতে পড়ে থাকতে দেখা যায়।
ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের লুক ছিল দক্ষিণী সাথে বাঙালির কিছু ছোঁয়াও দেখা গিয়েছিল তার বিয়ের লুকে। বিয়ের দিন তার কোমরে সোনার বেল্টও ছিল। ঐশ্বরিয়ার বিয়ের লুক এখনো শ্রেষ্ঠ লুকগুলির মধ্যে অন্যতম মনে করা হয় এবং তাদের বিয়ে ব্যয়বহুল বিয়ে গুলির মধ্যে অন্যতম। যা এখনো মানুষের মনে দাগ কেটেছে। এখনো মানুষ তাদের বিয়ের চর্চায় মুখর থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।