হাসান তনা, কিশোরগঞ্জ (নীলফামারী): চালের বাজার নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ থেকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলায় প্রতিদিন দুইটি পয়েন্টে ৮০০ পরিবারের কাছে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল বিক্রি করবে ডিলাররা। এ সুবিধা ভোগ করবে উপজেলার টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১৬ হাজার ৯৫৪ পরিবারও।
আজ (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুরাকুটি মোড় ও মূল বাজারে কেন্দ্রে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক নূরে রাহাদ রিমন, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা ও ডিলারগণ।
কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে দু’টি পয়েন্ট করে শুক্র ও শনিবার বাদে সপ্তাহে ৫ দিন এ চাল বিক্রি করা হবে। প্রতিটি পয়েন্টে নিম্ন আয়ের মানুষদের জন্য একটি লাইন ও টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য আলাদা একটি লাইন থাকবে।
ভোটার আইডি কার্ড নিয়ে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এ চাল কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষরা। অন্যদিকে, ফ্যামিলি কার্ডধারীরা কার্ড নিয়ে এসে এ চাল কেনার সুবিধা পাবেন। একজন ডিলার প্রতিদিন ৪০০ পরিবারের কাছে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করবেন।
প্রতিটি পরিবার মাসে দু’বারে ৩০ টাকা দরে ১০ কেজি চাল কিনতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।