বিনোদন ডেস্ক : ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। সিনেমাটির শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছেন প্রযোজক। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড।
সংশোধন করে সিনেমাটি জমা দেওয়ার আগেই সিনেমাটির স্বত্ব বিক্রি করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। অর্ধ কোটি টাকায় ‘নূর’ সিনেমার সব ধরনের স্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ অ্যাপ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায়।
রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।