Advertisement
জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। চিকিৎসকগণ তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শ্বাসকষ্টজনিত কারণে বিএসএমএমইউতে ভর্তি হন কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।