জুমবাংলা ডেস্ক: রাস্তা দিয়ে যাওয়ার সময় হুট করে চায়ের তৃষ্ণা পেয়ে গেল। কি আর করা। রাস্তার পাশে নেমেই বেড়া-চাটাইয়ের এক চায়ের দোকানে এক কাপ চেয়ে নিয়ে এক চুমুক। কি ভাবছেন? বলছি সাধারণ মানুষের নিত্যদিনের কোনো গল্প? না কোনো সাধারণ মানুষের নিত্য দিনের গল্প নয় একজন মন্ত্রীর গল্প। গল্প কিন্তু অবাস্তব কোনো গল্প নয়। হার হামেশাই এই ধরনের গল্পের জন্ম দেন কোন মন্ত্রী? খুব সহজেই ধরে ফেলতে পারেন আপনি। হ্যাঁ সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর ঘটনাই এটা।
সোশ্যাল নেট ওয়ার্কে দারুণ জনপ্রিয় ওবায়দুল কাদের। ফেসবুকে একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। আর সেই ছবিতে একটি ক্যাপশন জুড়ে দেন। ছবির সঙ্গে ক্যাপশনের সম্মিলন খুঁজে বেড়ান নেটনাগরিকেরা। নিজেদের মস্তিষ্ক প্রসূত নানা মেধার ব্যবহার চলে মন্তব্য বাক্সে।

মঙ্গলবার ওবায়দুল কাদের সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সংসদ ভবন এলাকায় তোলা সবুজ কোট টাই পরা ছবিতে ক্যাপশন দিয়েছেন, ‘ডোন্ট টেক করোনা ইজি, এনিবডি ক্যান বি ইনফেক্টেড।’ অর্থাৎ করোনাকে সহজভাবে নেওয়ার কিছু নেই, এটা যে কাউকে সংক্রমণ করতে পারে।
এদিকে দেশে করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। জরুরি সেবা ছাড়া এ সময়ে কেউ ঘর থেকে বের হতে পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে এবার কোনো মুভমেন্ট পাস থাকবে না।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে কঠোর অবস্থানে না যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা সারা দেশের স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আমরা ভিডিও প্রেজেন্টেশনে দেখছি দেশের একটা বড় অংশ করোনা সংক্রমণের রেড, অরেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু বাস্তব কারণে ৩০ জুন পর্যন্ত করতে পারছি না। তবে ১ জুলাই থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ হবে। এবার আমরা খুবই কঠোর অবস্থানে যাচ্ছি। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ ও বিজিবি। তারা টহলে থাকবে। তাদের প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। কারও ঘর থেকে বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা বিদ্যুৎ, পানি এসব জরুরি সেবা সেগুলো চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



