দেশের বাজারে ডুয়েল ব্যান্ড সমর্থিত ‘তরঙ্গ ডাব্লিউআরসিক্স১আই’ মডেলের রাউটার এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অ্যাডভান্সড বিমফরমিং প্রযুক্তিনির্ভর রাউটারটির মাধ্যমে ৫ গিগাহার্টজ ব্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। গত বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শনকালে রাউটারটি উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪টি ৫ডিবিআই অ্যান্টেনাযুক্ত থাকায় নতুন রাউটারটিতে সিগন্যালের ক্ষমতা বেশি থাকে। শুধু তা–ই নয়, ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি কাজে লাগিয়ে বাসা বা অফিসে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারে রাউটারটি। এর ফলে সহজেই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা যায়। রাউটারটির দাম ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ ও মাহমুদ হোসেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান ও ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শনকালে বিটিআরসি চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল ওয়ালটনের রেফ্রিজারেটর, এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি), ল্যাপটপ, মোবাইল ফোন, মোল্ড উৎপাদন প্লান্টসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘ওয়ালটন প্রযুক্তিপণ্যে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে তাতে আমরা প্রতিষ্ঠানটিকে নিয়ে খুব আশাবাদী। আজ ওয়ালটনে এসে যে কর্মযজ্ঞ দেখলাম তা গর্ব করে বলার মতো। ওয়ালটন তাদের পণ্যের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে দারুণভাবে ব্র্যান্ডিং করে চলেছে। ওয়ালটন বাংলাদেশকে গর্বিত করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।