বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিবের সাথে। বিয়ের পর থেকেই বরের কাছ থেকে একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছেন এই চিত্র নায়িকা।
এবার স্বামীসহ ওমরাহ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন এই নায়িকা। এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমকে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সঙ্গে যাচ্ছেন তার স্বামী।
মাহি বলেন, ‘চলতি মাসেই ওমরাহ করতে যাচ্ছি। এ জন্য শুটিং শিডিউল রাখছি না। হাতের কাজগুলোও দ্রুত শেষ করছি। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না।
সবার কাছে দোয়া চাই যেন সহি সালামতে ওমরাহ পালন করতে পারি।’ মাহিয়া মাহি বর্তমানে ‘ড্রাইভার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সজল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।