ওমরাহ শেষে মক্কা-মদিনা থেকে দেশের পথে আফিফ-মেহেদী-নাঈম

ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: গেল ১৫ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এরপর দেখা যায় পেসার তাসকিন আহমেদ, ওপেনার নাঈম শেখ এবং ব্যাটার আফিফ হোসেন ধ্রুবও গিয়েছেন পবিত্র ওমরাহ পালনের জন্য। তাদের সফর সঙ্গী হিসেবে দেখা যায় মাইন্ড ট্রেনার সাবিতকে।

গতকাল বুধবার দুপুরে ঢাকায় ফিরেছেন তাসকিন আহমেদ। তবে সঙ্গী ছিলেন না কেউই, ফিরেছেন একাই। একদিন পর আজ বৃহস্পতিবার বাকি ক্রিকেটাররা মক্কা-মদিনা থেকে ফিরছেন হজ পালন শেষে। ‘সাবিত ইন্টারন্যাশনালের’ পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রেনার সাবিত। শেয়ার করা ছবিতে তাদের প্লেনের মধ্যেই দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে দেশের পথেই ফিরছেন তারা।
ক্রিকেটার
সাবিত তার পোস্টে লেখেন, ‘পৃথিবীতে মাত্র তিন ভাগ মানুষ জানে যে তারা জীবনে আসলেই কী করতে চায়। যারা ১০০% ক্লিয়ারলি নিজের স্বপ্ন কে জানে এবং সত্যিকার অর্থেই কাজ করতে থাকে, আল্লাহর রহমতে তারা একদিন সফল হয়।’

এদিকে আজ বিকেলের বিমান ধরে দুবাইতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দুটি ফ্রেন্ডলি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ সেপ্টেম্বর।

মুছে ফেলা হলো ক্রস, ভাঙা হবে না ফুটবলার মাছুরার বাড়ি