আন্তর্জাতিক ডেস্ক : ওমানে শিশু বা বয়স্ক পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদান করতে ব্যর্থ হলে কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানার শাস্তি ভোগ করতে হবে। দেশটির পেনাল কোডের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংশ্লিষ্টরা জানায়, এই আইনের লক্ষ্য হলো পারিবারিক বাধ্যবাধকতা এবং সামাজিক সংহতি জোরদার করা। এই আইনে যারা তাদের দায়িত্বগুলো অবহেলা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
ওমানের পেনাল কোড ২৭৯ ধারা অনুযায়ী, পরিবারকে কেউ অবহেলা করলে তার ১০ থেকে তিন মাস পর্যন্ত জেল অথবা ৫০০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার ২০৩ টাকা) জরিমানা হতে পারে। এই জরিমানাগুলো সেই বাবা বা মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য যারা তাদের সন্তানকে অবহেলা করে ছেড়ে চলে যায়। একইভাবে সন্তানরা যদি তাদের পিতামাতাকে অবহেলা করে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
বাবা অবহেলা করলে যদি মা আর্থিকভাবে সামর্থ্যবান হন তাহলে তাকে সন্তান লালন-পালনের দায়িত্ব নিতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে, এ আইন ওমানে পারিবারিক বন্ধন সংরক্ষণ এবং সামাজিক বিভাজন হ্রাস করতে জোরালো ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।