বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুরুত্বপূর্ণ কাজ করার সময় ওয়াইফাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? সিগনাল ঠিকমতো পাচ্ছেন না? ওয়াইফাই ব্যবহারকারীরা প্রায় সময় এসব সমস্যার সম্মুখীন হোন। আজ কিছু টিপস শেয়ার করবো যা আপনার ওয়াইফাই সিগনালকে বুস্ট করবে।
ওয়াইফাইকে দোষ দেওয়ার আগে স্পিডটেস্ট করে নিন। যদি দেখেন ইন্টারনেটের গতি ঠিক নেই সার্ভিস প্রোভাইডারকে কল করে সমস্যার সমাধান করতে বলুন। আপনার রাউটারের ফার্মওয়ার আপডেট করুন। আপডেট ভার্সন রাউটারের মডেলের সাথে যেনো মিলে সেদিকে খেয়াল রাখবেন। তাদের সাইটে আপডেট ফাইল পেতে পারেন বা রাউটারে আপডেট করার নির্দিষ্ট বাটন পেতে পারেন।
ওয়াইফাই রাউটার বাসার কোথায় কীভাবে সেটাপ করেছেন সেটার উপর নির্ভর করবে কভারেজ কেমন পাচ্ছেন। চেষ্টা করবেন বাসার একদম মাঝে উপরের দেয়ালে রাউটার সেটাপ করতে। এতে করে ঘরের সব জায়গায় সমানভাবে কভারেজ ছড়িয়ে পড়বে।
ডুয়েল ব্যান্ড এর রাউটার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এসব রাউটারে 5GHz ব্যান্ড ব্যবহারের সুযোগ আছে। 5 Ghz ব্যান্ড ব্যবহার করলে আপনি ওয়াইফাই সিগনাল অনেক ভালো পাবেন। একই জায়গায় একাধিক ওয়াইফাই লাইন থাকলে সিগনালের মধ্যে ইন্টারফেয়ার হয়। ফলে নেটওয়ার্ক কানেকশন দুর্বল হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করবেন প্রতিবেশীরা যে চ্যানেল ব্যবহার করে সেটি বাদ দিয়ে ভিন্ন চ্যানেল ব্যবহার করতে। আপনি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে তার সুযোগ নিয়ে অন্যরা নেটওয়ার্ক এর সাথে যুক্ত হবে। তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। মাঝে মাঝে এডমিন প্যানেলে প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করেছে কিনা চেক করে দেখুন।
আপনার এমন রাউটার ব্যবহার করা উচিত যেটার এন্টেনা সংখ্যা বেশি ও প্রয়োজনে External এন্টেনা ব্যবহার করা যায়। এন্টেনা বিভিন্ন ধরনের হতে পারে। কোন দিকে সিগনাল বর্ধিত করবে এরকম দিক-নির্দেশনা দেওয়া যায় এরকম এন্টেনা সবথেকে ভালো। এতে করে সিগনাল শক্তিশালী হবে ও ইন্টারনেটের গতিও বৃদ্ধি পাবে। আপনি যদি দীর্ঘ সময় ধরে পুরাতন রাউটার ব্যবহার করেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। চেষ্টা করবেন সর্বশেষ আপডেট সহ নতুন রাউটার ব্যবহার করতে। কেননা পুরাতন রাউটারে বেশি ব্যান্ডউইথ সাপোর্ট করবে না। এতে ইন্টারনেট স্পিড ধীরগতির হবে।
যদি আপনার ঘর অনেক বড় হয় তাহলে পুরাতন মডেলের একটি রাউটার দিয়ে হয়তো সব জায়গা কভার করবে না। এজন্য আপনি সিগনাল বর্ধিত করার জন্য আলাদা ডিভাইস ব্যবহার করতে পারেন। তবে ২ টি ডিভাইস একসাথে ব্যবহার করে অনেকের আপত্তি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আধুনিক জালিকা সমৃদ্ধ MESH ROUTER ব্যবহার করতে পারেন। এখন MESH ROUTER অনেক জনপ্রিয়তা পাচ্ছে কারণ শক্তিশালী সিগনাল ঘরের সব কোণায় সে পৌঁছে দিতে সক্ষম।
AMD RX 6400 গ্রাফিক্সস কার্ড গ্রাহকদের চাহিদা মেটাতে পারবে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।