আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহের অভিযোগে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। এ মামলায় ১২ থেকে ২০ বছরের জেল হতে পারে তার।
এমনটাই ঘোষণা করেছে রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি। শনিবার এক অডিও বার্তায় প্রিগোজিন জানায়, তার দল রাশিয়ার সামরিক বাহিনীর ওপর কর্তৃত্ব নিয়ে নিয়েছে। সশস্ত্র বিদ্রোহের অভিযোগেই এ মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। খবর তাসের।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, কিয়েভ সরকার প্রিগোজিনের উসকানির সুযোগ নিয়েছে এবং আক্রমণাত্মক পদক্ষেপের জন্য বাখমুতের দিকে যাচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রিগোজিনের আশপাশের পরিস্থিতি সম্পর্কে অভিহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।