এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ক্ষোভে ফুঁসছিল দেশের ক্রিকেটপ্রেমীরা। এরপর আফগানিস্তান সিরিজে ওয়ানডে দলে দুর্বল পারফরম্যান্সের ফলে দেশে ফেরার সময় বিমানবন্দরে জাতীয় দলের ক্রিকেটারদের মুখোমুখি হতে হয়েছে রুষ্ট সমর্থকদের।
বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে থেকে যান টি-টোয়েন্টি সিরিজ শেষে আফগানিস্তান সিরিজ খেলতে। ওয়ানডে সিরিজে দলটি আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ না হলেও ভিন্ন চিত্র দেখা গেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগারদের।
সিরিজ শেষে বুধবার (১৫ অক্টোবর) রাতের দেশে ফেরার সময় বিমানবন্দরে ক্রিকেটাররা ক্ষুব্ধ সমর্থকদের মুখোমুখি হন। কিছু খেলোয়াড় দুই-দুজনের সামনে হেনস্তার শিকার হয়েছেন, কেউ কেউ ব্যক্তিগতভাবে বা পরিবারের উপস্থিতিতে সমালোচনার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ির দিকে ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে, যা তুলনামূলক দীর্ঘ সময় ধরে দেখা গেছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ শেষ দুই ম্যাচে যথাক্রমে ১০৯ ও ৯৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা দেখা গেলেও সাফল্য হাতছাড়া হওয়া আবারও সমর্থকদের মনে হতাশা ফিরিয়ে আনে। সিরিজে নাঈম শেখ একমাত্র শেষ ম্যাচে খেলেন, যেখানে ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন।
বাংলাদেশ ক্রিকেটের এই দুর্বল পারফরম্যান্স ও সমর্থকদের ক্ষোভ এখনো আলোচনার বিষয় হয়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।