‘ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনোর সঙ্গে আমি জড়িত নই’

মোল্লা মো. আবু কাওছার, ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : মতিঝিলের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ ঢাকার চারটি ক্যাসিনোতে বুধবার অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় ক্যাসিনোগুলো সিলগালা করার পাশাপাশি সেখান থেকে ১৮২ জনকে আটক করা হয়। বিদেশি মদসহ উদ্ধার করা হয় ৪০লাখ টাকা। এছাড়া জব্দ করা হয় প্রায় ৪০ লাখ নগদ টাকা, জাল টাকা, জুয়া খেলার সরঞ্জাম, ইয়াবাসহ দেশি-বিদেশি মদ।

এরমধ্যে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি হচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো.আবু কাওছার। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তবে ক্লাবের সভাপতি হলেও এখানে পরিচালিত ক্যাসিনোর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মোল্লা কাওছার। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালনা কমিটির সভাপতি, এটা কোন মালিকানা নয়। পাশাপাশি জুয়া, ক্যাসিনো খেলা বা মালিকানা অথবা পরিচালনা এ ধরনের কোনো কিছুর সাথে আমি কোনদিনই ব্যক্তিগতভাবে জড়িত নই।

লেখক: স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি, ফেসবুক থেকে সংগৃহীত।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *